কুষ্টিয়ায় দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার আয়োজনে দুর্নীতি দমন কমিশন দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

‘তারুণ্যের একতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী।
বিশেষ অতিথি ছিলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারি পরিচালক নীল কমল পাল, মো. বুলবুল আহমেদ, উপ-সহকারী পরিচালক আবু তালহা, উপ-পরিচালক মোহাম্মদ সায়েদুর রহমান।

 

দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক সৈয়দ সাইদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নুরুল আহমেদ, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরি শাকিল, খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওহিদুজ্জামান, দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেন, ভেড়ামারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, মিরপুর উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন মিঠু, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য নীলিমা আক্তার ও ওবায়দুর রহমান প্রমুখ।

 

সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবীব চৌহান ও খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ সহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

 

আলোচনা সভায় দুর্নীতি দমন ও প্রতিরোধমূলক কর্মকান্ড সহ দুর্নীতি দমনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *