চিন্ময় কৃষ্ণ দাসকাণ্ডে ১৪৭৬ জনের নামে পুলিশের ৩ মামলা

ডিপি ডেস্ক :

 

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) নগরের কোতোয়ালী থানা পুলিশের করা এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৪০০ জনকে আসামি করা হয়েছে। তবে এখনো আইনজীবী হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি।পুলিশের তথ্যমতে, আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনার মামলায় নাম উল্লেখসহ ৪৯ জন ও ৬০০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় নাম উল্লেখসহ ১৪ জন ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০০-৪০০ জনকে। কোতোয়ালী মোড়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ১৩ জন এজাহারনামীয় ও ২৫০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

বুধবার সকালে পুলিশ জানিয়েছিল, মঙ্গলবার সহিংসতার ঘটনায় রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। এরপর একইদিন আরো তিনজনকে আটক করা হয়।এর মধ্যে ২৭ জনকে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনার দিন আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল ও কোতোয়ালী মোড়ে তিনটি স্থানে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সংঘর্ষের পৃথক ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় বুধবার বিকেল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হওয়া ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *