পুলিশের তথ্যমতে, আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনার মামলায় নাম উল্লেখসহ ৪৯ জন ও ৬০০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ডিপি ডেস্ক :
পুলিশের তথ্যমতে, আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনার মামলায় নাম উল্লেখসহ ৪৯ জন ও ৬০০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বুধবার সকালে পুলিশ জানিয়েছিল, মঙ্গলবার সহিংসতার ঘটনায় রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। এরপর একইদিন আরো তিনজনকে আটক করা হয়।এর মধ্যে ২৭ জনকে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনার দিন আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল ও কোতোয়ালী মোড়ে তিনটি স্থানে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সংঘর্ষের পৃথক ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় বুধবার বিকেল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হওয়া ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2024 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.