ডিপি ডেস্ক :
কিশোরের পোস্টের পর মঙ্গলবার রাতেই স্থানীয় আলেমদের একটি গ্রুপ সাচনা বাজারে অভিযুক্ত অভি দাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও গ্রেপ্তারের দাবি জানায়। কিশোরের ফেসবুক পোস্টের এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।
বুধবার সকালে অভিযুক্ত অভি দাসকে তার বাবা বিমল দাস জামালগঞ্জ থানায় সোপর্দ করেন। বুধবার বিকেলে উপজেলার আলেম-ওলামা, পূজা উদযাপন পরিষদের নেতাসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপস্থিতিতে অভি দাস নিঃশর্ত ক্ষমা চায়।পরে থানায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসাইন জানান, বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা বসে সমাধান করেছেন। মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।