শিবচরে বিক্ষোভ, ইসকন নেতাদের নিরাপদে সরিয়ে নিল পুলিশ

ডিপি ডেস্ক :

 

স্থানীয়দের তোপের মুখে মাদারীপুরের শিবচরে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের (ইসকন) তিন নেতা অফিস ছেড়েছেন। এসময় থানা পুলিশ তাদের নিরাপত্তা দিয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শিবচর পৌর বাজারের যাদুয়ার চর রোডে ইসকন অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ইসকনের সদস্যরা জড়িত।

এই অভিযোগে ইসকন অফিসে যান স্থানীয়রা। এসময় তারা বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে অফিস থেকে তিন ইসকন নেতাকে নিরাপত্তা দিয়ে বের করে নিয়ে যায়।ইসকনের শিবচর শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্য কানাই দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ‘পরিস্থিতি বিবেচনায় আমরা মন্দির ও অফিস থেকে তিন জন সদস্য সবকক্ষে তালা দিয়ে বের হয়ে আসি।
উপপরিদর্শক (এসআই) গুলজার হোসেন বলেন, ইসকনের সদস্যরা ওখানে ছিলেন। বিরাজমান অবস্থা নিয়ে ওখানে উত্তেজনা বিরাজ করছিল। পরে পুলিশি নিরাপত্তায় তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।

তবে বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন।এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *