ডিপি ডেস্ক :
বিজিবি সূত্র জানায়, আটক আশীষ পুরোহিত একজন দ্বৈত নাগরিক। তার নিকট বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।
বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার ২২ নম্বর ওয়ার্ডের মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে।
ভারতীয় আধার কার্ড অনুযায়ী, তিনি পশ্চিম বঙ্গের কোলকাতার ঢাকুরিয়া এলাকায় নস্কর পাড়া বাজারের বাসিন্দা নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। দুই পরিচয়পত্রে তার জন্ম তারিখ এক।
অলিনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার (নায়েব সুবেদার) খুরশিদ আলম বলেন, কলকাতায় অবৈধভাবে প্রবেশ করার সময় সন্দেহ হলে আশীষ পুরোহিতকে আটক করে আমাদের খবর দেয় স্থানীয়রা। পরে তাকে তল্লাশি করে ভারতীয় আধার কার্ডের একটি স্ক্যান কপি, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও মোবাইল জব্দ করা হয়।