মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে ট্রলি ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান বাজারের সিমেন্ট বোঝাই স্টিয়ারিং ট্রলি ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার কবরবাড়ি এলাকার কোরবান মণ্ডলের স্ত্রী সাবেলা খাতুন (৭০) ও একই এলাকার নাসির এর স্ত্রী মরিয়ম (৫০)।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার আবদার হোসেন বলেন, আজ ইউনিয়ন পরিষদে টিসিবির চাল ও ডাল বিতরণ হচ্ছিল। সেগুলো আনার জন্যই আমার ওয়ার্ডের দুজন মহিলা ইউনিয়ন পরিষদে ভ্যানযোগে যাচ্ছিল। পরে মশান বাজারে ট্রলির চাপা পড়ে তারা মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, আজ সকালে মশান বাজারে ট্রলি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলিসহসহ চালককে মিরপুর থানা পুলিশ আটক করেছে।