কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় শিক্ষার্থীসহ আহত ২

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডাকা সালিসে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।

কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়েরবাড়ি কাঞ্চনপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- সরফরাজ ইউসুফ শিপন (২৫) ও রবিউল ইসলাম (৫০)। শিপন ঢাবির ভূতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গতকাল শনিবার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিপন বলেন, ‍“দীর্ঘদিন ধরে চাচাদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ চলছে। এ নিয়ে কয়েকবার সালিসে বসেও কোনো সুরাহা হয়নি। গত ৮ নভেম্বর আমাদের ওপর হামলা চালানো হয়। সে সময় ধারালো অস্ত্রের আঘাতে আমার শাশুড়ির দুই আঙুল কেটে যায়। এ ঘটনায় আমার শ্বশুর সাইদুর রহমান বিশ্বাস বাদী হয়ে কুষ্টিয়া আদালতে মামলা করেছেন।” 

তিনি আরো বলেন, ‘আজ সকালে গ্রামবাসী ও স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে সালিস চলছিল। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই চাচা মহম্মদ আলী, চাচাতো ভাই স্বপন আলী ও সাইদুলের নেতৃত্বে আমাদের ওপর আবার হামলা হয়। এ সময় আমাদের পক্ষের রবিউল ইসলামের পিঠে ছুরিকাঘাত করা হয়। আমার মাথায়, পিঠে ও কানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত মহম্মদ আলীর মোবাইল ফোনে কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *