কুষ্টিয়া প্রতিনিধি :
নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নীলা। এবার তার নিজ জেলা কুষ্টিয়া ফুটবল একাডেমির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা স্টেডিয়াম মাঠে নীলাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি সুমন সরকার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক খন্দকার মুমিনুল ইসলাম কাজিম, স্বেচ্ছাসেবক দলের খন্দকার উজ্জ্বল প্রমুখ।
নিলুফা ইয়াসমিন নীলা বলেন, ‘‘কুষ্টিয়া জেলা থেকে জাতীয় নারী ফুটবল দলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। কুষ্টিয়াতে যখন নারীদের খেলা কঠিন ছিল, তখন ফাত্তা ভাইয়ের হাত ধরে খেলা শুরু করি। এরপর আসি কুষ্টিয়া ফুটবল একাডেমিতে।’’
তিনি আরও বলেন, ‘‘ভয়কে জয় করে দেশবাসীকে কিছু উপহার দিতে পেরেছি, সেজন্য আমি আনন্দিত। কুষ্টিয়া ফুটবল একাডেমি থেকে আরও বেশী নারী ফুটবলার দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে আশা করি।’’
প্রধান অতিথি সুমন সরকার বলেন, ‘‘কুষ্টিয়ায় খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির সরকারের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। জেলার তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে এনে প্রশিক্ষণ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্য করে গড়ে তোলা হবে।’’
কুষ্টিয়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ মো. আকরাম হোসেন বলেন, ‘‘কুষ্টিয়া ফুটবল একাডেমি খেলোয়াড় তৈরিতে কাজ করছে। এখান থেকে পুরুষ ও নারী খেলোয়াড় জাতীয় পর্যায়ে বিভিন্ন দলে ও ক্লাবে খেলছে।’’