কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শুভ (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্র শুভ উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা এলাকার শাহিনুর রহমানের ছেলে ও কুমারখালী সরকারি কলেজ থেকে এবছর এইচএসসি পাশ করেছেন। পড়া-লেখার পাশাপাশি তিনি কুমারখালীর বুলবুল টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুভ সন্ধ্যায় সাইকেল চালিয়ে কুমারখালী শহরের দিকে যাচ্ছিলেন। শহীদ গোলাম কিবরিয়া সেতুর মাঝখানে পৌঁছালে বেপরোয়া গতির একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় শুভ সাইকেল থেকে সেতুর ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শী ফয়সাল হোসেন জানান, দ্রুত গতির একটি মোটরসাইকেল পেছন থেকে শুভকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

শুভর খালু মনিরুল ইসলাম জানান, শুভ পড়াশোনার পাশাপাশি বুলবুল টেক্সটাইলে কাজ করতেন। সোমবার কারখানা ছুটি থাকায় সাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিলো। সেসময় মোটরসাইকেলের ধাক্কায় তার মৃত্যু হয়। 

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শুভ মারা যান। মাথায় বড় ধরনের আঘাতের দাগ আছে। 

কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সেতুর ওপর মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *