আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল ইবি

ইবি প্রতিনিধি :

 

চট্টগ্রামে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম (৩৫) নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে জিয়া মোড়ে সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হন। 

মিছিলে ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সাইফুল ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইসকনের দালালে, হুশিয়ার সাবধান’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি নানা স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্র-জনতা কাঁধে কাঁধ রেখে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এদেশের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে নিরাপদে হিন্দুরা যেন পূজা পালন করতে পারে সেজন্য মুসলিমরা দিনরাত মন্দির পাহারা দিয়েছি। কিন্তু হিন্দুদের ব্যবহার করে কুচক্রী মহল ইসকন বারবার দেশকে অস্থিতিশীলতা করতে চাচ্ছে। তারই অংশ হিসেবে আজ চট্টগ্রামে ইসকন নির্মমভাবে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এ হীন কাজে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।’ 

উল্লেখ্য, চট্টগ্রামে ইসকন কর্তৃক সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য। তার মৃত্যুর বিষয়টি চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *