অপচেষ্টা রুখতে সরকারকে শক্তি প্রয়োগ করতে হবে : জোনায়েদ সাকি

অনলাইন ডেস্ক :

 

অপচেষ্টা রুখতে সরকারকে প্রাতিষ্ঠানিক শক্তি প্রয়োগ করতে আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

 

বুধবার (২৭ নভেম্বর) তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

জোনায়েদ সাকি বলেন, চট্টগ্রামের ঘটনা পরিকল্পিত। হিন্দুদের ওপর যাতে হামলা করা হয়, সেই উসকানি দেওয়া হচ্ছে। আর সেই ঘটনাকে বাংলাদেশের বাস্তবতা হিসেবে সারা দুনিয়ায় দেখানো যায়, সেই মোটিভ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি।

 

তিনি বলেন, শুধু চট্টগ্রামের ঘটনা নয়, যেকোনো ঘটনায় ফ্যাসিস্ট শক্তি ঢুকে পড়ছে। সংস্কার কাজ ব্যাহত করতেই সহিংস পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এই অপচেষ্টা রুখতে সরকারকে প্রাতিষ্ঠানিক শক্তি প্রয়োগ করতে হবে।

 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, বিশেষ বিশেষ পক্ষ বাংলাদেশের ভেতরে এবং ভারতের একটা অংশের মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের লক্ষ্যে পতিত ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করছে।

 

এ সময় ফ্যাসিস্ট সরকারের পতনে যারা সহযোগিতা করেছেন তাদের আজ ঐক্য দরকার বলেও জানান জোনায়েদ সাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *