ডিপি ডেস্ক :
কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে যাচ্ছে না।
চলতি মৌসুমে প্রশাসনের অনুমতি পাওয়া জাহাজের কর্তৃপক্ষ জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে।
২৭ নভেম্বর, বুধবার সন্ধ্যায় চলাচলের অনুমতি পাওয়া জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক নুর মোহাম্মদ বলেন, বৃহস্পতিবার থেকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়াস্থ আইডব্লিউটিএ জেটি ঘাট দিয়ে জাহাজ ছাড়ার অনুমতি ছিল। কিন্তু যাত্রী সংকটের কারণে সেন্ট মার্টিনের উদ্দেশে জাহাজ ছাড়া সম্ভব হচ্ছে না। কেয়ারি সিন্দাবাদ জাহাজে যাত্রী ধারণ ক্ষমতা ৩৫০ জন। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত সেন্ট মার্টিন যেতে ইচ্ছুক যাত্রীর টিকেট বুকিং ১০০ জনও হয়নি। যাত্রী সংকটের কারণে বৃহস্পতিবার জাহাজটি না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত নভেম্বর মাসে রাত্রিযাপনের নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটকদের অনীহা বলে মন্তব্য করে তিনি বলেন, যেহেতু ডিসেম্বর মাসে সেন্ট মার্টিনে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা নেই। তাই ১ ডিসেম্বর থেকে দ্বীপে ভ্রমণেচ্ছুক পর্যটকের সংকট থাকবে না। এ কারণে ডিসেম্বরের শুরু থেকে জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ এবং সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিতে আহ্বায়ক করা হয় কক্সবাজার সদর ও টেকনাফের ইউএনওকে।
মঙ্গলবার বিকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্যসহ পর্যটন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
বৈঠকে মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা মেনে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট হিসেবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ আইডব্লিউটিএ জেটি ঘাট ব্যবহারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। যদিও জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াব তা নিয়ে দ্বিমত প্রকাশ করে।