রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষকের বাড়িতে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল উভয় বাড়ির পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার জংগল ইউনিয়নের জংগল নতুন পাড়ার বিদ্যুৎ ঘোষ ও বিপুল ঘোষের বাড়িতে পৃথক ভাবে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে উভয় বাড়ি পরিদর্শন করেন থানা পুলিশ ও ক্রাইম সিনের সদস্যরা।
ভুক্তভোগী পরিবার জানান, সোমবার দিবাগত রাত ২ টার দিকে বিদ্যুৎ ঘোষের বসত ঘরের জানালার গ্রিল খুলে ভেতরে প্রবেশ করে ১০-১৫ জনের একদল মুখোশধারী ডাকাত। পরে বিপুল ঘোষের স্ত্রীকে জিম্মি করে স্বামীর হাত-পা বেঁধে ঘরে থাকা একাধিক আলমারি ভেঙে স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও নগদ একলাখ টাকা লুটে নেয়।
পরে বিদ্যুৎ ঘোষের ছোট ভাই শিক্ষক বিপুল ঘোষের ঘরে ঢুকে ছেলে ও মাকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা লুটে নেয়।
ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে সকালেই উভয় বাড়িতে পুলিশের একটি টিম পাঠানো হয়। ইতিমধ্যে ডাকাতদের গ্রেফতারে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা শুরু করেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের আইনের আওতায় আনতে পারবো।