কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান খান

অনলাইন ডেস্ক :

 

কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ড যেন কাল হয়ে দাঁড়িয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে। যদিও এই ঘটনার সঙ্গে সালমানের সম্পৃক্ততা আছে কি তার প্রমাণ এখনো মেলেনি। শুরু থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দাবি, সালমান খানই কৃষ্ণসার হরিণ হত্যা করেছে। এরপর থেকেই ভাইজানকে লাগাতার হত্যার হুমকি। 

মূলত ১৯৯৮ সালে দুটি কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করেই এই গ্যাংয়ের সঙ্গে শত্রুতা। বিশেষ করে সম্প্রতি বাবা সিদ্দিক হত্যাকাণ্ডের পর কয়েকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান। এমনকি তাকে জাতির কাছে ক্ষমাও চাইতে বলেছে তারা।
এমন পরিস্থিতিতে আসন্ন ‘বিগ বস’ শো-এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা সংক্রান্ত পুরোনো ভিডিও নিয়ে সালমানকে কথা বলতে দেখা যাচ্ছে।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর কারণে নব্বই দশকে সালমানকে থানায় যেতে হয়েছিল। থানার ভিতরের একটি ভিডিও অনেক বছর ধরেই সামাজিক মাধ্যমে রয়েছে। সেই প্রসঙ্গ টেনেই ‘বিগ বস’ প্রতিযোগী রজত দালালকে শিষ্টাচার শেখান সালমান।

সালমান খান বলেন, ‘আমার আগের ক্লিপিং দেখেছেন হয়তো। মনে হতে পারে এই দেখ সালমান খান পুলিশ স্টেশনে বসে আছে মেজাজ নিয়ে। কিন্তু আমি তো এতে জড়িতই ছিলাম না, তাহলে ভয় পাব কেন? তবে কোনো পদস্থ কর্তাব্যক্তি যখন আসেন, তখন উঠে দাঁড়ানো, তাঁকে সম্মান জানানো, ওই পদকের সম্মান জানানো দরকার ছিল। তাই যখনই আমি আমার ওভাবে বসে থাকার ক্লিপিংটা দেখতে পাই নিজেরই ভালো লাগে না। ভাবি, অল্প বয়সে এ আমি কী করেছিলাম!’

প্রসঙ্গত, ‘হাম সাথ সাথ হ্যায়’ নামের একটি ছবির শুটিং চলাকালে শিকারে গিয়েছিলেন সালমান খান, সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম ও টাবুরা। সেখানেই কৃষ্ণসার হরিণ হত্যা করা হয়েছিল। বিষ্ণোই সম্প্রদায় যে হরিণকে ঈশ্বর জ্ঞানে পূজা করেন। এই জেরেই লরেন্স বিষ্ণোইর রোষানলে পড়েন সালমান। অভিযোগ রয়েছে, গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে গুলিবর্ষণের নেপথ্যেও নাকি বিষ্ণোই গ্যাং জড়িত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *