Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

শেখ হাসিনার আমলের দুর্নীতির বিবরণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক :

 

শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরতান্ত্রিক শাসনামলের দুর্নীতি ও অবৈধভাবে বিদেশে অর্থপাচার নিয়ে তৈরি প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি। 

কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলের গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। শেখ হাসিনার আমলের এ ভয়াবহ দুর্নীতির চিত্র পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের হাতে শ্বেতপত্র তুলে দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

এ প্রতিবেদনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি চূড়ান্ত হওয়ার পর এটি জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। এটি একটি ঐতিহাসিক দলিল। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর যে অর্থনীতিকে যে ভঙ্গুর দশায় আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে। জাতি এই নথি থেকে উপকৃত হবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের গরীব মানুষের রক্ত পানি করা টাকা যেভাবে তারা লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। দুঃখের বিষয় হলো, তারা প্রকাশ্যে এই লুটপাট চালিয়েছে। আমাদের বেশিরভাগ অংশই এর মোকাবিলা করার সাহস করতে পারেনি। পতিত স্বৈরাচারী শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোও এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল।’

Exit mobile version