‘পুষ্পা ৩’, চমক থাকছে ভিলেন চরিত্রে

অনলাইন ডেস্ক :

 

আসছে ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষীত ‘পুষ্পা ২: দ্য রুল’। ছবিটি নিয়ে আলোচনার শেষ নেই। দর্শকের উত্তেজনাও যেন বাড়ছে দিন দিন। মুক্তির আগেই সুপারহিট হওয়ার পথে ছবিটি। টিকিটের অগ্রিম বুকিংয়ে গড়ছে নতুন নতুন সব রেকর্ড। এর ভিড়েই খবরের শিরোনামে তিন নম্বর পুষ্পা।

অর্থাৎ পুষ্পার তৃতীয় কিস্তি নির্মিত হতে যাচ্ছে। এ নিয়ে এতদিন অনেক গুঞ্জনই শোনা যাচ্ছিল। তবে পিঙ্কভিলা বলছে, গুঞ্জন সত্যি হতে চলেছে। অফিসিয়ালি ঘোষণা দেয়া হয়েছে, ‘পুষ্পা ৩: দ্য রাম্পেজ’ নামে তৈরি হবে ছবিটি।

এ ছবিতেও বরাবরের মতো থাকবে চমক। তবে সবচেয়ে বড় চমকটা হতে যাচ্ছে ভিলেন চরিত্রে। আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা ৩’ ছবিতে ভিলেন হিসেবে যোগ দেবেন দক্ষিণ ভারতের আরেক সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। মণোবালা বিজয়বালানের শেয়ার করা একটি ছবির সূত্র ধরে এই তথ্যই জানালো পিঙ্কভিলা। সেই ছবিতে ‘পুষ্পা ৩’ ছবির ব্যানারের সামনে সাউন্ড নিয়ে কাজ করেন এমন কয়েকজনকে দেখা গেল।

এছাড়া ২০২২ সালে পরিচালক সুকুমারের জন্মদিনে তার সঙ্গে ছবি পোস্ট করে পুষ্পার তৃতীয় কিস্তির নামের ইঙ্গিত দিয়েছিলেন বিজয়। যা এখন মিলে গেল। এটি দেখেই সবাই ধারণা করছেন, ছবিটিতে বিজয় দেবেরাকোন্ডা প্রধান খলনায়ক চরিত্রে অভিনয় করবেন। তবে এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

এমন গুঞ্জন চাউর রয়েছে যে ‘পুষ্পা ২: দ্য রুল’ -এর শেষদিকে তৃতীয় পর্বের টিজার দেখানো হতে পারে। অথবা তৃতীয় কিস্তিতে বিজয়ের উপস্থিতির আভাস মিলবে।

সুকুমার পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা ‘পুষ্পা ২’ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে হাজির হচ্ছেন রাশমিকা মান্দানাই। শ্রীভল্লি চরিত্রে আবারও তিনি ঝড় তুলবেন বলে প্রত্যাশা পুষ্পাপ্রেমীদের। পাশাপাশি এই সিনেমায় প্রধান খল চরিত্রে দেখা দেবেন ফাহাদ ফাসিল। যা ছবিটিকে নিয়ে দর্শকের আগ্রহের আরও একটি কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *