পাইরেসির কবলে ‘পুষ্পা ২’

অনলাইন ডেস্ক :

 

আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’ আজ মুক্তি পেয়েছে। সিনেমাটির মুক্তি ঘিরে ভারতজুড়ে উন্মাদনা তুঙ্গে। তবে মুক্তির এক ঘণ্টা পরই পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সিনেমাটি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমা টরেন্ট প্ল্যাটফরমও পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। এসব মাধ্যমে এইচডি কোয়ালিটির প্রিন্ট বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে।

মুভিরুলস, তামিলরকার্স, ফিল্মিজিলা, তামিলযোগী, তামিলব্লাস্টার, বলি৪ইউসহ বেশ কিছু সাইটে ‘পুষ্পা ২’ সিনেমা পাওয়া যাচ্ছে।

এদিকে, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো এক নারীর। গুরুতর আহত তার ৯ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু অর্জুন। তাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, ভিড় এতটাই বেড়ে যায় যে সিনেমা হলের মেইন গেটও ভেঙে পড়ে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে।

২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *