ডিপি ডেস্ক :
সুনামগঞ্জের দোয়ারাবাজারের মংলারগাঁও ও মনিগাঁও পূর্ব হাঁটিগ্রামে গত মঙ্গলবার রাতে হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়িঘরে, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দোয়ারাবাজার লোকনাথ মন্দির এই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ অন্তত ১৫ লাখ টাকা।
স্থানীয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির বসতভিটা ও পারিবারিক মন্দিরও হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় সংখ্যালঘু গ্রামবাসীর মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ভয়ে সিলেটসহ অন্যত্র চলে গেছে।
বিবৃতিতে আরো বলা হয়, এরই মধ্যে আটক মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসের (২০) ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্থানীয় হিন্দুদের বিরুদ্ধে কয়েক ঘণ্টা ধরে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।
ঐক্য পরিষদ এমন সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্যে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.