ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভেড়ামারা পৌর নতুন ভূমি অফিস প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছে ভূমি মন্ত্রণালয়।
সেটি উদ্বোধনের পর কেটে গেছে ৩ বছর। কিন্তু এখনো তা চালু করা হয়নি সুদৃশ্য এই ভবনটি। সড়কের পাশে হওয়ায় সুদৃশ্য ভবনটিতে যে কারো চোখ আটকে যাবে।
২০২১ সালের ৮ সেপ্টেম্বর ভেড়ামারা পৌর ভূমি অফিসের ভবনটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে ভবনটি তালাবদ্ধ করে রাখা হয়। ভূমি সেবাদের জন্য এসব আয়োজন করা হলেও চালুর অভাবে ভবনটি নষ্ট হয়ে যাচ্ছে।
পৌরবাসী বাসীর দাবি দ্রুত যেন ভবনটি চালু করা হয়।
৩ বছরেও চালু হয়নি ভেড়ামারা পৌর ভূমি অফিসটি। ভেড়ামারা পৌর ভূমি অফিসটি ২০২১ সালে উদ্বোধনের পর থেকেই মুখ থুবড়ে পড়ে আছে, চালু হয়নি ৩ বছরেও। অথচ অত্যাধুনিক ভবনটির সব ধরনের সুযোগ-সুবিধা আছে।
সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদানের জন্য নির্মাণ করা হয় সুদৃশ্য ভবনটি। কিন্তু নির্মাণের পর উদ্বোধন হলেও ব্যবহার না হওয়ায় ৩ বছর ধরে বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পরে আছে ভূমি সেবা দেওয়া পৌর ভূমি ভবনটি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন, দীর্ঘদিন পড়ে থাকার কারণে অনেক ময়লা জমেছে তাই সংস্কার কাজ শুরু হয়েছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে চালু করার প্রস্তুতি চলছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.