ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস উদ্যাপিত হয়েছে।
সোমবার (৯ই ডিসেম্বর) সকালে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যে এক বর্ণাঢ্য রালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম রুমে বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হুসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মাহমুদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. লুৎফর রহমান, উপজেলা সমবায় অফিসার মোছা. নাজবিন আখতার, বি আর ডি পি`র প্রকল্প কর্মকর্তা মো. জহীর উদ্দিন প্রমুখ।