ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার যাত্রা শুরু

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়া জেলার ময়লা-আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার স্বেচ্ছাসেবকেরা কাজ শুরু করায় ব্যাপক সারা পড়েছে গ্রামাঞ্চলসহ আশপাশের এলাকায়।

পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শুধু নিজেই পরিষ্কার নয় আশেপাশের সব স্থানকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী কোমলাপুর হাই স্কুল মাঠ এলাকা থেকে শুরু করে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার স্বেচ্ছাসেবকেরা ছড়িয়ে পড়েছে সর্বত্র।

স্কুল-কলেজ, রাস্তাঘাট বাড়ির আঙ্গিনাসহ সর্বত্র পরিষ্কার করা কাজে ব্যস্ত সময় পার করছে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। আর এর নেতৃত্ব দিচ্ছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

তিনি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক দল গঠন করে কাজ চালিয়ে যাচ্ছেন। 

স্কুল-কলেজসহ কুষ্টিয়া-খুলনা জাতীয় মহাসড়কের ৫ কিলোমিটার এলাকাজুড়ে এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। আর এ কাছে যোগ দিচ্ছে এলাকার মানুষও।

ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, প্রায় প্রতিদিনই সকাল থেকে আমাদের স্বেচ্ছাসেবকেরা জাতীয় মহাসড়কের ৫ কিলোমিটার এলাকাজুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরুর পাশাপাশি স্কুল কলেজ আঙ্গিনায় কাজ চালিয়ে যাচ্ছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে জেলার মহাসড়ক ও সড়কগুলোর আশপাশ এলাকার ময়লা পরিষ্কার করছি। জেলার প্রতিটি উপজেলায় ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ থাকার চাবিকাঠি। অপরিষ্কার পরিবেশে থাকার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগজীবাণু হতে পারে। আমাদের চারপাশে পরিবেশ বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ স্থান যেমন হাট বাজারসহ জনবহুল স্থান এইসব জায়গা পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বাজারের আশেপাশের পরিবেশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। এজন্য আমরা ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া সদস্যরা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্যোগ নিই।’

জাকির হোসেন আরও বলেন, ‘সবাই একসঙ্গে কাজ করলে একটি কাজ খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে শেষ করা সম্ভব। আমাদের সকলের উচিত আমাদের নিজেকে এবং চারপাশের সবকিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা সবাই যদি সচেতন হই, তাহলে কোথাও কোনো ময়লা-আবর্জনা পড়ে থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *