কুষ্টিয়ার ভেড়ামারায় শিক্ষা অফিসারের রুমে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

অসদাচরণ ও হুমকির প্রতিবা‌দে কুষ্টিয়ার ভেড়ামারায় মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদকে অফিস কক্ষের ভেতর রেখেই গেটে তালা দিয়ে বি‌ক্ষোভ ক‌রে‌ছেন শিক্ষার্থীরা। 

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, “বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শিক্ষা অফিসারকে কক্ষে রেখেই তালা মেরে দেয়। পরে সমঝোতার ভিত্তিতে কক্ষের তালা খুলে দেওয়া হয়।”

সোমবার (২ ডি‌সেম্বর) দুপুর দেড়টার দি‌কে উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনালের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

এর আগে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের গাড়ি আটকে দিয়ে শহ‌রের গোডাউন মোড় এলাকায় বি‌ক্ষোভ করেন। সেসময় তারা ভেড়ামারা-দৌলতপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, উপ‌জেলায় ভো‌কেশনালের প্রায় ৯০০ শিক্ষার্থীর মধ্যে ৪৬০ জন এসএস‌সি পরীক্ষার্থী। কিছুদিন ধরে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ তাদের রেজিস্ট্রেশন বাতিল করে আইনগত ব্যবস্থাসহ দেখে নেওয়ার হুমকি দেন। এ কারণে শিক্ষা অফিসারের বক্তব্যে ভীত হয়ে একসঙ্গে জড়ো হয়ে তার বক্তব্য প্রত্যাহারের দাবি তোলেন।

কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ বায়েজিদ খান হিমু বলেন, ‍“শিক্ষা অফিসার ফারুক আহমেদ শিক্ষার্থীদেরসহ তাদের বাবা-মার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাতিল করে তাদের জীবন ধ্বংস করার হুমকিও দিয়েছেন। এ অবস্থায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে শিক্ষা অফিসারকে রুমে আটকে রেখে তালা ঝুলিয়ে দেয়। পরে শিক্ষা অফিসার ক্ষমা চান এবং দুঃখ প্রকাশ করেন।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করে বলেছি, তোমরা ঘরে ফিরে যাও, না গেলে তোমাদের সমস্যা হবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *