চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের ডুগডুগি পশুহাট থেকে ৯ টি স্বর্ণের বারসহ রুহুল আমিন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এই স্বর্ণের বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
৮ ডিসেম্বর, রবিবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।আটক রুহুল আমিন জেলার দর্শনা পুরাতন বাজারের রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারি যে মোটরসাইকেলে ৩ জন স্বর্ণ পাচারকারী দামুড়হুদা শহর থেকে গোবিন্দপুর সড়ক হয়ে সীমান্তের দিকে যাবে। এ খবর পেয়ে অভিযান চালিয়ে ডুগডুগি পশু হাটের কাছে বিজিবি অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেল যোগে তিনজন এ রাস্তায় আসে। বিজিবি তাদের থামাতে গেলে এ সময় দুইজন পালিয়ে যায়। মোটরসাইকলকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
পরে তার দেওয়া স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মিটার বক্সের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৭৮ গ্রাম। বর্তমান বাজার মূল আনুমানিক দেড় কোটি টাকা।
আটক স্বর্ণ পাচারকারীকে দর্শনা থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.