যশোরের বেনাপোল চেকপোস্ট বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক

বেনাপোল প্রতিনিধি :

 

বেনাপোল চেকপোস্ট বাজারে আবাসিক হোটেল থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি ও পোর্ট থানা পুলিশের যৌথ টিম। বৃহস্পতিবার দুপুরের দিকে এই অভিযান চালানো হয়।

যশোরের ৪৯ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর ফারজিন ফাহিম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রাসেল মিয়ার সমন্বয়ে ৩০ জন বিজিবি ও ১০ জন পুলিশ সদস্যসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে বেনাপোল চেকপোস্ট বাজারে স্থানীয় আবাসিক হোটেলে এই বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে স্থানীয় আবাসিক হোটেল থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ১৯১টি শাড়ি, ৬০টি ওড়না, ১৬টি লেডিস চাদর, ০৪টি শাল চাদর, ০৯টি কোটি এবং ৩২৯টি স্ক্রিন ক্রিম জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা। টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানি মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *