অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘সড়ক পরিবহনে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ এবং প্রকৃত মালিক-শ্রমিকের নেতৃত্ব প্রতিষ্ঠায় করণীয়’ আলোচনাসভায় তিনি এসব কথা বলেনআলোচনাসভার আয়োজন করে গণপরিবহন সংস্কার জাতীয় কমিটি।
রাজধানীর যানজটের ভোগান্তি তুলে ধরে তিনি বলেন, ‘ঢাকাকে যানজটমুক্ত করার জন্য কত পরিকল্পনা করা হলো কিন্তু বাস্তবে কিছুই হলো না। প্রতিদিন জ্যামে মানুষের মূল্যবার সময় নষ্ট হচ্ছে, যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ব্যবস্থা নিন। পরিবহন খ্যাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকার শক্ত পদক্ষেপ নিতে হবে। আমরা বারবার বলছি শুধু ভোটের জন্য মানুষ জীবন দেয়নি, তাই সব কিছুই শৃঙ্খলা ফেরাতে হবে।’
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘ফ্যাসিবাদের পতন হওয়ার পরও পরিবহন খাতে নৈরাজ্য থামে নাই, সিন্ডিকেটের শুধু হাত বদল হয়েছে। এখনো একটা বিশেষ গোষ্ঠী পরিবহন খাতকে নেরাজ্য করার চেষ্টা করছে। কোনো রাজনৈতিক পরিচয়ে যেন পরিবহন খাতে আধিপত্য বিরাজ না করতে পারে, সে জন্য মালিক-শ্রমিকদের সমন্বয়ে পরিবহন মালিক সমিতির কমিটি করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন গণপরিবহন সংস্কার জাতীয় কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী সঞ্চালনা করেন সদস্যসচিব আব্দুর রহমান। গণপরিবহন সংস্কার জাতীয় কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী সঞ্চালনা করেন সদস্যসচিব আব্দুর রহমান। আলোচনাসভায় বক্তব্য দেন পরিবহন মালিক সমিতির সোহরাব হোসেন, ব্যারিস্টার সাজ্জাদ চৌধুরী শিহাব, মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরী, ফারুক মোল্লা, তোফাজ্জল হোসেন প্রমুখ।