কুষ্টিয়ায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মানববন্ধন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে

কুষ্টিয়া প্রতিনিধি :

 

ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা-অগ্নি সংযোগ, জাতীয় পতাকা অবমাননা ও এদেশে বসবাসরত সংখ্যালঘুদের উপর নির্যাতন সংক্রান্ত মিথ্যা খবর লাগাতার ভারতীয় মিডিয়ায় প্রকাশের প্রতিবাদে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের প্রধান সড়ক সংলগ্ন ফায়ার সার্ভিস অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশা ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

এসময় কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সরকারি কৌঁসুলি (জিপি-পাবলিক প্লিডার) অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন, সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক পারভেজ মজমাদার ও শহীদ মূসা মঞ্জু, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য আল আমীন রানা কানায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সুভাস চন্দ্র রায়, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ভারতীয় কিছু মিডিয়ার সাংবাদিক মিথ্যা কল্পকাহিনি প্রকাশ ও হিন্দু উগ্রবাদী সংগঠনের নেতা-কর্মীরা বাংলাদেশে শান্তি ও সম্প্রতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে।

সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট ও দাঙ্গা বাধিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তে লিপ্ত। তাদের ষড়যন্ত্র প্রতিহত ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে উদাত্ত আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *