Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ্য ভাতা পাবেন : জনপ্রশাসন সচিব

অনলাইন ডেস্ক :

 

সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা সবাইকে দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উপর রহমান।  

রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সিনিয়র সচিব বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে হয়তো একটা স্লাব করা হবে। একই সঙ্গে পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা।

তিনি বলেন, এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে।

Exit mobile version