Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিজয় র‌্যালি বের করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অনলাইন ডেস্ক :

 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল সোমবার ১৬ (ডিসেম্বর) ‘বিজয় র‌্যালি’ বের করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এক পোস্টে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার উচ্ছ্বাস। মহান বিজয় দিবস উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজন বিজয় র‍্যালি। জমায়েত হবে সকাল ১০টায়, কেন্দ্রীয় শহীদ মিনারে। সবাইকে নিমন্ত্রণ।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করার ঘোষণা দিলেও পরে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। আলোচনা সভা পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে জানালেও তারিখ জানানো হয়নি। ঠিক কী কারণে স্থগিত করা হয়েছে তাও জানা যায়নি। 

Exit mobile version