অনলাইন ডেস্ক :
সারা দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এসব অভিযানে ৭৭টি মামলা দায়ের করা হয়েছে। এতে এক লাখ ৭৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়েছে। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিআরটিএর উপ-পরিচালক মো. হেমায়েত উদ্দিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম মহানগরে ৪৩টি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ।
অভিযানে বুটভায়োলেশন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৭৭টি মামলায় এক লাখ ৭৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।