Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

পায়রা বন্দরে ভিড়লো প্রথম কয়লাবাহী জাহাজ

ন্যাশনাল ডেস্ক : পায়রা সমুদ্রবন্দরে প্রথমবারের মতো ভিড়লো কয়লাবাহী জাহাজ। হংকংয়ের পতাকাবাহী এমভি ঝিং হাই টং-৮ নামের জাহাজটি ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে ২০ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে আজ (১৯ সেপ্টেম্বর) পায়রা বন্দরে ভিড়েছে।

পায়রা বন্দর সূত্রে জানা গেছে, কয়লাবাহী প্রথম জাহাজটি ফেয়ার ওয়ে বয়া অতিক্রম করে সকাল নয়টায় রাবনাবাদ চ্যানেলে প্রবেশ করে।

জাহাজটির শুল্কায়নসহ যাবতীয় প্রক্রিয়া পায়রা বন্দরের মাধ্যমে সম্পন্ন করা হয়।

দুপুর দেড়টার সময় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়ে। জার্মানির ওল্ডেন ড্রাফট কেরিয়ার্স লিমিটেডের মাধ্যমে বাংলাদেশের বেনকন সেটারনস লিমিটেড পোর্ট এজেন্ট হিসেবে এ কয়লা আমদানি করেছে।

Exit mobile version