ডিপি ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারীসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে অনুপ্রবেশের চেষ্টা কালে তাদেরকে আটক করে।
আটকরা হলো, নরসিংদী জেলার বেলাবো উপজেলার দরিকান্দি গ্রামের মৃত আব্দুল হকের পুত্র মোঃ বিল্লাল হোসেন (৩৬), রায়পুর উপজেলার ব্রাহ্মণেরটেক গ্রামের জালাল উদ্দীনের পুত্র মোঃ আসাদ মিয়া (৩০), বানিয়াচং উপজেলার আলমনগর গ্রামের মৃত সুরেন্দ্র দাসের পুত্র সুকুমার দাস (৬৫), শ্রীরামপুর গ্রামের সুরেন্দ্র চন্দ্র দাসের পুত্র মনিন্দ্র চন্দ্র দাস (৬৭), একই এলাকার মনিন্দ্র চন্দ্র দাসের স্ত্রী বাসন্তী রানী (৬০) ও হবিগঞ্জ সদর উপজেলার মধ্যসমত গ্রামের সুধীর চন্দ্র রায়ে পুত্র রিন্টু রায় (৩৫)।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.