নাটোর প্রতিনিধি :
নাটোরে পুলিশের অভিযানে শনিবার রাত থেকে ২৪ ঘণ্টায় ৩১ জনকে আটক করা হয়েছে। আটকৃকতদের বিরুদ্ধে বিজয় দিবসে নাশকতা সৃষ্টির চেষ্টাসহ বিভিন্ন নিয়মিত মামলা রয়েছে।
এর মধ্যে নাটোর সদর ও বড়াইগ্রাম থানায় ৯ জন করে, লালপুর ও গুরুদাসপুর থানায় চারজন করে, বাগাতিপাড়া ও নলডাঙ্গা থানায় একজন করে এবং সিংড়া থানায় তিনজনকে আটক করা হয়েছে।
আটকৃতদের বেশির ভাগই আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী। নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন রবিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।