কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলায় ১জন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বরে ঘটনাটি ঘটে। এসময় কয়েকজন আহত হন। রাতেই কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন এক ছাত্র নেতা। পরে পুলিশ মামলার এজাহার নামীয় আসামি আশরাফুল ইসলাম মতিনকে গ্রেপ্তার করে।

 

কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‍‍“অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ মামলায় বাদী হয়েছেন।

 

মামলার আসামিরা হলেন- কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার আশরাফুল ইসলাম মতিনের ছেলে স্যাম সাদিক (২২), জগতি এলাকার আমির হামজা মানিক (২২), থানাপাড়া এলাকার প্রেম (২৩), শাহরিয়ার (২২), সিয়াম (২৩), টোটন (২৩), কমলাপুর এলাকার গোপিজয় (২৩) এবং একই এলাকার মৃত আবু হানিফের ছেলে আশরাফুল ইসলাম মতিন (৫৫)।

 

ছাত্র নেতারা জানান, গতকাল রাত ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধনসহ কয়েকজনের ওপর ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।

 

এদিকে, হামলার ঘটনায় রবিবার (১৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *