যশোর প্রতিনিধি :
যশোরের মনিরামপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে একজন আহত হয়েছেন। আজ রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার যশোর-চুকনগর সড়কের চালকিডাঙ্গা সিটিকে নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষ হয়।
নিহতরা হলেন, যশোর খড়কি এলাকার হাফিজুর রহমান (৫৫) ও মনিরামপুর উপজেলার হরেরগাতী গ্রামের আহাদ আলীর ছেলে আশরাফুল (১৫)। আহত হয়েছেন ইমন হোসেন (২০)।
হাফিজুর রহমানের লাশ যশোর জেনারেল হাসপাতালে ও আশরাফুলের লাশ মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ইমন হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে যশোর-চুকনগর সড়কে একটি মোটরসাইকেল যশোরের দিকে যাচ্ছিল এবং অন্য একটি মোটরসাইকেল মনিরামপুরের দিক থেকে যাচ্ছিল। দুটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। মোটরসাইকেল দুটি চালকিডাঙ্গা সিটিকে নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই সড়কের ওপর সিটকে পড়েন। এতে ঘটনাস্থলে আশরাফুল মারা যান।
স্থানীয়রা হাফিজুর ও ইমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক হাসান আলী ও মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম জানান, মোটরসাইকেল দুটির সংঘর্ষের সময় কাছাকাছি একটি কাভার্ডভ্যান ছিল। ধারণা করা হচ্ছে, সংঘর্ষের পর আরোহীদের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কা লাগে। কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.