কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া জেলা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে ১৫ ডিসেম্বর রবিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সমম্মেলন কক্ষে তারুণ্য নিভর্র বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক,কুষ্টিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতির উন্নয়নে তরুণদের ভূমিকা, যুগে যুগে জাতির ক্রান্তিলগ্নে তরুণদের অবদান, বহুমুখী শিক্ষার গুরুত্ব ও জাতীর উন্নয়ণে তরুণসহ সকল শ্রেণির জনগণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া সভাপতির বক্তব্য ও তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিষয়ের উপর ধারণাপত্র উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল কুমার মৈত্র, প্রধান নির্বাহী কর্মকর্তা(উপসচিব), জেলা পরিষদ, কুষ্টিয়া, মোছাঃ শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),কুষ্টিয়া, মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া, মোঃ আকুল উদ্দিন, সিভিল সর্জন, কুিষ্টয়া, মোলা মোঃ রুহুল আমিন, অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া, মোঃ জসিম উদ্দিন, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, কুষ্টিয়া, মোঃ রফিকুল ইসলাম উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া,ইউএনওগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রমুখ। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ ১৪০জন উপস্থিত ছিলেন।