কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

 

শনিবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় কুষ্টিয়া জিলা স্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার প্রার্থ প্রতীম শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত সুধীজন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

এসময় সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করেছিল। তারা তাদের এদেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ দেশের অসংখ্য কৃতী সন্তানকে হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়।

 

মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার ইটখোলা, মিরপুরের বধ্যভূমিসহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এর মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র প্রকাশিত হয়। স্বাধীনতার পর থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *