দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গরীব, দুস্থ ও শীতার্তদের মাঝে বিজিবি শীতবস্ত্র বিতরণ করেছে।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্ত সংলগ্ন আতারপাড়া এলাকায় এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ উদয়নগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আতারপাড়া মাঠে উপস্থিত গরীব, দুস্থ ও শীতার্তদের মাঝে ১০০পিস শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি। এছাড়াও শীতবস্ত্র বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।