বিজয় দিবসের কনসার্টে লাখো মানুষের ঢল

অনলাইন ডেস্ক :

 

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উন্মুক্ত কনসার্ট চলছে। সোমবার (১৬ ডিসেস্বর) দুপুর দেড়টার দিকে ‘সবার আগে বাংলাদেশ’ নামে এ কনসার্ট শুরু হয়েছে। চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্ট শুরুর আগেই বিভিন্নস্থান থেকে সংগীতপ্রেমীরা এসে উপস্থিত হন।

কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা পর থেকেই মানুষের ঢল নামে। এ কনসার্টে অংশ নিতে রাজধানীবাসীর অনেকেই পরিবার-বন্ধুবান্ধব নিয়ে দলে দলে হাজির হয়েছেন।

‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ কনসার্টের আয়োজন করেছে। গত ১০ ডিসেম্বর এটির যাত্রা শুরু হয়েছে। সংগঠনটি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। জানা গেছে, সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ কনসার্টে গান পরিবেশনা করছেন- শিল্পী নাসির প্রীতম হাসান, কনকচাঁপা, খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী, বেবী নাজনীন, মনির খান, কণাসহ আরও অনেকে। অন্যদিকে নগরবাউল, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফারেন্ট টাচ, আর্ক ও সোনার বাংলা সার্কাস ব্যান্ড দলের এ কনসার্টে অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *