ঝিনাইদহ প্রতিনিধি :
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর, সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার উছেন মে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোছা. শায়লা শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শীলা বেগম উপস্থিত ছিলেন।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতের আমির মাও. তাজুল ইসলাম, পৌর জামায়াতের আমির মোহাদ্দেস আব্দুল কাইয়ূম প্রমূখ।
দিনব্যাপী মেলায় ৮টি স্টলে বিভিন্ন প্রকারের সুস্বাদু পিঠা-পুলি সহ দেশীয় তৈরী পণ্যের প্রদর্শনী করা হয়। এসময় মেলায় স্টলগুলোতে বিভিন্ন পণ্য কিনতে ভিড় জমান দর্শনার্থীরা।
এর আগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় শহিদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সেসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক, বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।