Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি :

 

রাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ ১৩ মামলার আসামি সন্ত্রাসী কাজল শেখ (২৮) ও তার সহযোগি রানা আহম্মেদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার ভোরে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজল সরিষা ইউনিয়নের মো. অনাথ আলীর ছেলে। তার সহযোগী রানা একই এলাকার মোস্তফা মন্ডলের ছেলে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, ১৩ টি অবিস্ফোরিত ককটেল, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। কাজলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। আসামিকে বিকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version