রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে যানবাহনের ডাকাতির অভিযোগে কাবিল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ৪টার দিকে রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের মল্লিকপাড়া সাকিন নাড়াপচা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান।
গ্রেফতার হওয়া কাবিল পাবনা জেলার আমিনপুর থাকার সিন্দুর বড়রিয়া গ্রামের আকছেদ আলী শেখের ছেলে।
ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর খানখানাপুর এলাকায় মহাসড়কে গাছ ফেলে পাঁচ থেকে ৬ জনের একটি ডাকাত দল ডাকাতি করার চেষ্টা করে। পুলিশ রাজবাড়ী সদর থানা পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কাবিল শেখকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাজবাড়ী সদর থানার পুলিশের উপ-পরিদর্শক আজহারুল ইসলাম এজাহার দায়ের করলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.