ফরিদপুর প্রতিনিধি :
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া গ্রামে।
তার বাড়িতে ফিরে আসা দেখে রাতে খাবারের জন্য সঞ্জয়কে চাচা-চাচি ডাকাডাকি করেন। এতে সাড়া না দিলে ঘুমিয়ে আছে ভেবে আর ডাকেনি করেনি। কিন্তু সকালেও তার সাড়া না পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে চাচার বাড়ির লোকজন এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন সঞ্জয় ঘরের কাঠের আড়ার সঙ্গে তার মায়ের শাড়ি কাপড় গলায় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।