কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রকাশ্যে দুই ভাইকে হত্যা মামলার ১২ আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য তাদের একদিন রিমান্ড মঞ্জুর করা হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দৌলতপুর আমলি আদালতের বিচারক তানিয়া বিনতে জাহিদ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের আসামিরা হলেন, সোহেল বিশ্বাস, মহসিন বিশ্বাস, মাসুদ বিশ্বাস, ফোয়াদ বিশ্বাস, সেকেন বিশ্বাস, নাজির পেয়াদা, কারিবুল, নান্টু, জলিল বিশ্বাস, মেহেদী মন্ডল, গনি মন্ডল ও সজিব পেয়াদা। তারা কয়েক সপ্তাহ আগে আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই অপূর্ব কুমার ঘোষ। তিনি বলেন, আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার ১৮ আসামি কারাগারে রয়েছেন। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
গত ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার ছাতারপাড়া গ্রামের বাজারে পূর্বশত্রুতার জের ধরে দুই ভাইকে প্রকাশে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। ময়নাতদন্ত শেষে ৩১ অক্টোবর বাদ আসর জানাজা শেষে ছাতারপাড়া গোরস্থানে তাদের মরদেহ পাশাপাশি দাফন করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের হামিদ (৫০) ও নজরুল ইসলাম মন্ডল (৪৫)। নজরুল ব্যবসা করতেন আর হামিদ কৃষক।
৩ অক্টোবর দুপুরের দিকে নিহত নজরুল ইসলামের ছেলে সুরুজ আলী দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.