বিজয় দিবসে দৌলতপুর সীমান্তে বিএসএফকে মিষ্টি দিলেন বিজিবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়েছে বিজিবি।

 

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দৌলতপুর সীমান্তের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ ধর্মদহ, প্রাগপুর, বিলগাথুয়া, ময়রামপুর, জামালপুর, ঠোটারপাড়া, আশ্রয়ণ, চরচিলমারী ও উদয়নগর বিওপির পক্ষ থেকে বিপরীতে ভারতের চরভদ্রা, জলঙ্গী, নাসিরাপড়া, নিউউদয়ন, মেঘনা ও শিকারপুরসহ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়।

 

সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আসার জন্য বিএসএফকে আমন্ত্রণ জানায় বিজিবি। আমন্ত্রণের প্রেক্ষিতে বিএসএফ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আসলে তাদের হাতে মিষ্টি তুলে দেন বিজিবি ক্যাম্প কমান্ডারগণ।

 

এসময় বাংলাদেশ-ভারত উভয় দেশের সীমান্ত রক্ষীদের মাঝে সৌজন্যতা, সোহার্দ ও সম্প্রীতি বজায় রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *