কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতুর বাবা কুষ্টিয়া কোর্ট চত্বর এলাকার মৃত আজিজের পুত্র মোঃ আফতাব হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দুই নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে বাদ আসর কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে নামাজের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
মরহুম আফতাব হোসেনের মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদকা ও চ্যানেল আই’র কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুসহ কুষ্টিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, মরহুম আফতাব হোসেন মহামারী করোনার পর থেকে জেলা আইনজীবী সমিতির সহকারী হিসেবে অবসর গ্রহন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।