কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে জেলা বিএনপি দীর্ঘ ১৬বছর পর।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এর নেতৃত্বে সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভা চত্বরে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়।
সেখান থেকে আধাঘন্টা পর জেলা বিএনপির আহবায়ক কমিটির ব্যানারে শহরের হাইওয়ে সড়ক প্রদক্ষিণ করে এক র্যালী এসে মিলিত হয় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে। এ সময় কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন কানাই, সাধারন সম্পাদক কামাল উদ্দিন ও জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়।
পরে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান। এ সময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপিকে নিয়ে এখনও নানা যড়যন্ত্র হচ্ছে। কিন্তু বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।
এদিকে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গতিতে বিএনপি দেশকে এগিয়ে নেয়ার সংগ্রাম চালিয়ে যাবে। কারণ, দেশের সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তন কেবলমাত্র বিএনপিই করেছে। আর তা সম্ভব হয়েছে শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের উত্তরসূরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য।