Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রিয়ালের ঘরেই গেল ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম শিরোপা

অনলাইন ডেস্ক :

 

রিয়াল মাদ্রিদের শোকেসে যুক্ত হলো আরেকটি শিরোপা। নতুন আঙ্গিকের ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে সাফল্যে ভরা বছরটি আরেকটি অর্জন দিয়ে শেষ করল গ্যালাকটিকোসরা।

বুধবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মেক্সিকোর পাচুকা এফসির বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। তিনটি গোল এসেছে কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়রের পা থেকে।

এ বছরে এটি রিয়ালের পঞ্চম শিরোপা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জেতে কার্লো আনচেলত্তির দল।

আগের ফিফা ক্লাব বিশ্বকাপের পরিবর্তে ছয় মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে নতুন আঙ্গিকে শুরু হলো ইন্টারকন্টিনেন্টাল কাপ। 

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ৩৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলার পর পায়ের কারিকুরিতে গোলরক্ষককে এড়িয়ে বাইলাইনের কাছাকাছি চলে যান ভিনিসিউস। সেখান থেকে চমৎকার কাটব্যাকে এমবাপ্পেকে খুঁজে নেন। অনেকটা শুয়ে পড়ে পা ছুঁয়ে বল জালে জড়ান এমবাপ্পে। 

৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের মাথা থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভিএআর মনিটরে অনেকবার রিপ্লে দেখে গোল দেন রেফারি।

৮৪তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ভিনিসিউস। লুকাস ভাসকেসকে পাচুকার ওসামা ইদ্রিসি ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি।

যোগ করা সময়ে চমৎকার হেডে রিয়ালের জাল বল জড়ান পাচুকার আনহেল মেনা। তবে, অফসাইডে থাকায় মেলেনি গোল।

Exit mobile version