অনলাইন ডেস্ক :
অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করতে চাইলে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় বলে ধারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে নির্বাচনের সুনির্দিষ্ট ‘রোডম্যাপ’ দাবি করে আসছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশান বিএনপির চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগর বলেন, নির্বাচন কমিশন যেহেতু হয়ে গেছে, তাই নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। জনগণ এ ব্যাপারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য আশা করে।
ভোটের জন্য সবাই অপেক্ষা করছে। তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে। ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।