অনলাইন ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন বার্তা আসার পর আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা বিভিন্ন মন্তব্য করেছেন। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায়।
নির্বাচন প্রসঙ্গে স্পষ্ট কোনো কথা না বলায় এ নিয়ে আরো বেশি শঙ্কা তৈরি হচ্ছে বলে মনে করছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমরা নির্বাচনের পথে আছি। সমাজের সব অংশীজন নিয়ে নির্বাচন হোক, সেটা চাই। যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া দরকার।
তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বিভিন্ন সময় রাজনৈতিক বক্তরা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে মন্তব্য করেছেন। তবে অনেকে মনে করেন, নির্বাচনে অংশ নিতে হলে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হয়ে আসতে হবে।